Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st এপ্রিল ২০২১

রংপুরে উত্তম চাষাবাদ পদ্ধতিতে উৎপাদিত আলু রপ্তানি


প্রকাশন তারিখ : 2021-04-04


গত ৩ এপ্রিল ২০২১ খ্রি. তারিখে রংপুরের মিঠাপুকুর উপজেলা পায়রাবন্দ ইউনিয়নের ভাজেরমোড় গ্রামে সারাবাংলা কৃষক সোসাইটি সংগঠনের , কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি এবং আলু রপ্তানিকারক এর সমন্বয়ে উত্তম চাষাবাদ চর্চার মাধ্যমে উৎপাদিত আলু রপ্তানি কার্যক্রম প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব মো: মেসবাহুল ইসলাম।


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষকের সুবিধার জন্য বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করেছেন। যার কারণে কম দামে সার ক্রয়সহ অন্যান্য সুবিধা পাচ্ছে কৃৃষকরা। রপ্তানি প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণে উপযোগী জাত উদ্ভাবন করতে হবে। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক খন্দকার আব্দুল ওয়াহেদ, রংপুর জেলা প্রশাসক আসিব আহসানসহ বিএডিসির হতে আগত উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। সভাপতিত্ব করেন জাতিসংঘের (এফএও) সিনিয়র এ্যাডভাইজার মাহমুদ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন ভুইঁয়া, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দপ্তর প্রধানগণ এবং সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি জোব্বার, সম্পাদক ওবায়দুল হক প্রমুখ।

 

আলু উৎপাদনকারী সংগঠনের মাধ্যমে জানা যায় যে, রংপুরের মিঠাপুকুরে উৎপাদিত ৩ হাজার ২৮ মেট্রিক টন গ্রানুলা জাতের আলু মালোয়েশিয়া যাচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং সারা বাংলা কৃষক সোসাইটির উদ্যোগে কৃষকদের কাছ থেকে রপ্তানিকারকরা সরাসরি এই আলু ক্রয় করে বিদেশে পাঠাচ্ছেন। শনিবার বিকেল পর্যন্ত ৫ ট্রাক আলু মালয়েশিয়ায় পাঠানোর জন্য রংপুর ছেড়ে যায়।